ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারালো জিপি-বিসিবি একাডেমি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মে ৫, ২০১১
দক্ষিণ আফ্রিকাকে হারালো জিপি-বিসিবি একাডেমি

ঢাকা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে জিপি-বিসিবি একাডেমি দল। বৃহস্পতিবার সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দলকে ২৬ রানে হারিয়েছে তারা।



মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুর্বার খেলেছে স্বাগতিক দল। আগে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৩৯, নাসির হোসেনের ২৭, অধিনায়ক মো. মিথুনের হার না মানা ৩৪ ও আলাউদ্দিন বাবুর ২১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬২ রান তোলে জিপি-বিসিবি একাডেমি।

দক্ষিণ আফ্রিকা একাডেমির বোলাররা একদিনের ক্রিকেট সিরিজের মতো অতটা সুবিধা করতে পারেনি। মাসেকেলা দুই ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন।

এরপর ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে ১৩৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা একাডেমি। বোথা ৩৪, হেনরিক ১৬ ও হার্ডাস নিলজোন ৩৮ রান করেন।

বাংলাদেশের পেসার আলাউদ্দিন বাবু ৩.৫ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে সফরকারীদের ইনিংসে ধ্বস নামান। এছাড়া নুর হোসেন এবং সানজামুল ইসলাম দুটি করে উইকেট নেন।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে শুক্রবার, একই ভেন্যুতে। এর আগে দুটি চারদিনের ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হয়। একদিনের সিরিজ ২-১ এ জিতে নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad