ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বাবাকে সঙ্গে নিচ্ছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৫, ২০১১
বাবাকে সঙ্গে নিচ্ছেন মাশরাফি

ঢাকা: হাঁটুর চিকিৎসা করাতে শুক্রবার গভীর রাতে (রাত ১টায়) মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বাবাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস।



বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে শনিবার বিকেলে মেলবোর্নে গিয়ে পৌঁছাবেন নড়াইল এক্সপ্রেস। শৈল্যবিদ ডেভিড ইয়াং দ্রুতগতির এই বোলারের হাঁটু পরীক্ষা করে দেখবেন ৮ মে। সব কিছু ঠিক থাকলে ১০ মে চোট আক্রান্ত ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে।

বিসিবির স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস চৌধুরী বাংলানিউজকে বলেন,“আমরা যতটুকু জানি মাশরাফির হাঁটুতে অস্ত্রোপচার লাগবে। সেরকম কিছু হলে বেশ কিছুদিন অস্ট্রেলিয়ায় থাকতে হবে তাকে। আমরা এখান থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখবো। যদিও অস্ট্রেলিয়াতে একমাস থাকার পরিকল্পনা নিয়ে রেখেছেন মাশরাফি। তবে আমরা চাইবো সেলাই কাটার পর সে দেশে এসে পরিচর্যা করবে। ”

মাশরাফির ডান হাঁটুর প্রতিস্থাপিত লিগামেন্টের বেশিরভাগ ছিড়ে গেছে। ওই অবস্থায় হাঁটুর জোর ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজে খেলেছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য পেসার। লম্বা সময় ক্যারিয়ার ধরে রাখতে হলে তার হাঁটুতে অস্ত্রোপচারের বিকল্প নেই।

এনিয়ে চতুর্থবার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হচ্ছে জাতীয় দলের এই দ্রুতগতির বোলারকে। সর্বশেষ ২০০৯ সালে ৯ আগস্ট মেলবোর্নে ডেভিড ইয়াং তার দুই হাঁটুতে অস্ত্রোপচার করান। তখনও বাবাকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।