ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংল্যান্ডের নেতৃত্বে তিন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ৫, ২০১১
ইংল্যান্ডের নেতৃত্বে তিন অধিনায়ক

লন্ডন: ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেবেন তিনজন অধিনায়ক। বৃহস্পতিবার ইংলিশ ক্রিকেট বোর্ড অ্যালেস্টার কুককে ওয়ানডে’র, স্টুয়ার্ট ব্রডকে টি-টোয়েন্টির এবং টেস্ট দলে অ্যান্ড্রু স্ট্রাউসকে অধিনায়ক মনোনয়ন করে।



অ্যান্ড্রু স্ট্রাউস ওয়ানডে থেকে অবসর নিলেও আগে থেকেই টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। ওয়ানডেতে স্ট্রাউসের স্থলাভিষিক্ত হলেন কুক। এছাড়া অল-রাউন্ডার পল কলিংউডের বদলে টি-টোয়েন্টি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন ব্রড।

২৬টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অ্যালেস্টার কুক। পেসার ব্রড এপর্যন্ত খেলেছেন ৩৪টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad