ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবির কার্যনির্বাহী সভা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
বিসিবির কার্যনির্বাহী সভা

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভার দিকে তাকিয়ে আছেন জাতীয় দল নির্বাচকরা। সঙ্গে বিসিবির কর্মচারী-কর্মকর্তারা।



বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হয় জুন-জুলাই মাসে। বৃহস্পতিবার কাঙ্খিত সেই সভায় বাড়ানো হবে জাতীয় দল নির্বাচক কমিটির মেয়াদ।

২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত তিন নির্বাচকের মেয়াদ বাড়ানোর প্রস্তাব আগেই করা হয়েছে। এবারের সভায় তা অনুমোদন দেওয়া হবে।

জাতীয় দলের কোচিং সহকারী সদস্য বাড়ানোর বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিতে পারে পরিচালনা পর্ষদ।

আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফল নিয়েও আলোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওই সিরিজের ভেন্যু এবং নিউজিল্যান্ড দলের যাতায়াত সুবিধা অসুবিধা নিয়ে।

বিসিবি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সভার সবেচেয়ে গুরুত্বপূূর্ণ বিষয় বার্ষিক ক্রিকেট পঞ্জিকা নির্ধারণ করা হবে বৃহস্পতিবারের সভায়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘন্টা, জুলাই ২৮, ২০১০




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।