bangla news

আন্তঃজেলা ক্রিকেটে রংপুর ও ময়মনসিংহের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-২৯ ৭:৪৫:১৮ এএম

আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খেলায় শুক্রবার রাজশাহী বিভাগে রংপুর জেলা ও ঢাকা বিভাগে ময়মনসিংহ জেলা জয় পেয়েছে।

ঢাকা: আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খেলায় শুক্রবার রাজশাহী বিভাগে রংপুর জেলা ও ঢাকা বিভাগে ময়মনসিংহ জেলা জয় পেয়েছে।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২৭.১ ওভারে অল-আউটের আগে ১৪৮ রান করে রংপুর জেলা দল। বাপ্পি ৪২ রান করেন। জবাব দিতে নেমে রংপুরের বোলিং তোপের মুখে ৯৮ রানে ইনিংস গুটিয়ে যায় গাইবান্ধা। ফলে ৫০ রানের জয় পায় রংপুর।

এদিকে বিকেএসপিতে ঢাকা বিভাগের খেলায় টাঙ্গাইলের ১১৯ রানের জবাবে ৪৪.৫ ওভারে আট উইকেটে ১২০ রান করে ময়মনসিংহ। দুই উইকেটে জয় হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-04-29 07:45:18