ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতির সমালোচনায় আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১
আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতির সমালোচনায় আফ্রিদি

করাচি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)‘র ওয়ানডে দলের বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে খুশি নয় পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদি বলেন,“আমি এই পদ্ধতি বোঝতে পারছি না।

কার বিপক্ষে খেলা হচ্ছে সেটা বড় কথা নয়। জয় পেলে অবশ্যই পুরস্কার (পয়েন্ট) পাবে বিজয়ী দল। ”

সম্প্রতি আইসিসি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ সফররত পাকিস্তান সব কয়টি ম্যাচ জিতলেও কোন পয়েন্ট পাবে না। তাই ওয়ানডে দলের ষষ্ঠস্থানে থাকা দলটির র‌্যাঙ্কিংয়েও কোন পরিবর্তন হচ্ছে না। স্বাগতিকদের বিপক্ষে এরই মধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে ওয়াকার ইউনুসের দল। সংস্থার এজাতীয় সিদ্ধান্তের কারণে এমন মন্তব্য করলেন পাক অধিনায়ক।

অল-রাউন্ডার এই ক্রিকেটার বলেন,“সংস্থার বর্তমান পদ্ধতির অধীনে র‌্যাঙ্কিংয়ের উন্নতি করা সত্যি কঠিন হবে বৈকি। ” তবে আফ্রিদি শুধু একা নন। এর আগে র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকরা। তিনি র‌্যাঙ্কিং পদ্ধতিকে “অস্বচ্ছ” হিসেবে উল্লেখ করেছিলেন।

বাংলাদে সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।