[x]
[x]
ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

রবি- মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-২৮ ৫:৫৬:৫৮ এএম

রবি-মেয়র কাপ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে হবে সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড ক্রিকেট দল।

সিলেট: রবি-মেয়র কাপ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে হবে সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড ক্রিকেট দল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রবি আজিয়াটা লিমিটেডের নির্বাহী উপ অধিকর্তা মো. জাবিদ আহসান।

পরে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন শাহনাজ বেলী, ক্লোজআপ ওয়ান তারকা বাপ্পী এবং আহমেদ জুবায়ের টিপু।

রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট পরিচালনায় ছিল সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১


        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache