bangla news

জাতীয় ভলিবলে শিরোপা সেনাবাহিনী ও আনসারের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-২৭ ১০:৩১:৩৮ এএম

ওয়ালটন জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেনাবাহিনী ও মহিলা বিভাগে আনসার ও ভিডিপি শিরোপা জিতেছে।

ঢাকা: ওয়ালটন জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেনাবাহিনী ও মহিলা বিভাগে আনসার ও ভিডিপি শিরোপা জিতেছে।

ঢাকা ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মহিলা বিভাগের ফাইনালে আনসার ও ভিডিপি ২৫-১৮, ২৫-২৩ ও ২৫-১৮ পয়েন্টে ৩-০ সেটে বিজেএমসিকে পরাজিত করে।

এছাড়া মহিলা বিভাগে তৃতীয় স্থান অর্জন করে রাজশাহী জেলা দল।

পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ২৯-২৭, ২৫-১৬ ও ২৫-১১ পয়েন্টে ৩-০ সেটে হারায় বিমানবাহিনীকে।

এছাড়া পুরুষ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার প্রোগ্রাম উপদেষ্টা নওয়াজীশ আলী খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের উপ-পরিচালক ও ক্রীড়া বিভাগের প্রধান ইকবাল বিন আনোয়ার।

বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-04-27 10:31:38