ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক আকরাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক আকরাম

ঢাকা: আকরাম খানকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগপ্রাপ্ত অন্য দুই নির্বাচক হলেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার।

 

বুধবার বিসিবিতে এক সভায় নির্বাচক বাছাইয়ের বিশেষ কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিসিসির সভাপিত আ হ ম মোস্তফা কামাল।

আকরাম খানকে প্রধান নির্বাচক করা প্রসঙ্গে বিবিসির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, পূর্ব অভিজ্ঞতা থাকায় আকরাম খানকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচকদের কাজের মেয়াদ বিষয়ে জালাল বলছিলেন,“আমরা চাই তারা দীর্ঘ মেয়াদে কাজ করবে। তবে তাদের মধ্যে কেউ কাজ করতে অনাগ্রহী হলে নতুন নির্বাচক খোঁজবে বোর্ড। ”

নির্বাচিত হওয়ার পর সাবেক অধিনায়ক আকরাম খান বাংলানিউজকে বলেন,“প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদে আমাকে দায়িত্ব দেওয়ায় বোর্ডকে ধন্যবাদ। আগের দুই কমিটির প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও রফিকুল আলমের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করেছি। তারা দুইজনেই ভালো নির্বাচক ছিলেন। ”

বলেন,“নির্বাচক হিসেবে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করবো। নতুন কমিটি ভালো হয়েছে। আশা করি তিনজন মিলে দলকে অনেক ভালো সার্পোট দিতে পারবো। ”

বোর্ডের চুক্তিতে যেসব শর্ত আছে তাতে কি ধরণের শিথিলতা থাকবে এমন প্রশ্নের জবাবে নতুন নির্বাচক বলছিলেন,“বোর্ডের যেমন শর্ত থাকবে তেমনি আমরাও আমাদের কথা বোর্ডকে অবহিত করবো। আসলে আলোচনার পরই পরিস্কার করে বলতে পারবো সবকিছু। ”

সাবেক ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন নান্নু বাংলানিউজকে বলেন,“জাতীয় দলের নির্বাচকের দায়িত্বটাকে আমি নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। কমিটি ভালো হয়েছে। কমিটিতে যারা আছেন আমরা প্রত্যেকেই সমসাময়িক ক্রিকেটার ছিলাম। তাই কাজ করতে অসুবিধা হবে না। ”

তবে কতো দিনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে নান্নু বলেন,“চুক্তির বিষয়ে এখনো কোন আলোচনা হয়নি। আশা করি চুক্তি দীর্ঘমেয়াদী হবে। মনে হয়, দুই বছরের জন্য আমাদের সঙ্গে চুক্তি করবে বোর্ড। ”

এদিকে মালয়েশিয়াতে লেভেল দু কোচেস কোর্স করতে যাওয়া হাবিবুল বাশার বাংলানিউজকে জানান, জাতীয় দলে ক্রিকেটার হিসেবে খেলেছি। এবার নির্বাচক হিসেবে কাজ করবো। নুতন একটা চ্যালেঞ্জ বৈকি। আশা করি দীর্ঘ মেয়াদে এ কর্তব্য পালনে আমাদের দায়িত্ব দেবে বোর্ড। ”

২০০৭ সালে দায়িত্ব নেওয়া প্রধান নির্বাচক রফিকুল আলমের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি দিলো বোর্ড। চার বছর দায়িত্ব পালন করা ওই কমিটিতেও ছিলেন আকরাম খান।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।