ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ধোনিদের পুরস্কারের অর্থ বাড়ালো বোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
ধোনিদের পুরস্কারের অর্থ বাড়ালো বোর্ড

মুম্বাই: বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র পক্ষ থেকে এক কোটি রূপি পুরস্কার  দেওয়ার ঘোষণায় খুশি হননি ক্রিকেটাররা। গণমাধ্যমের এমন খবর উড়িয়ে দিয়ে বুধবার পুরস্কারের অর্থ বাড়িয়ে দুই কোটি রূপি করেছে বোর্ড।



ভারতের বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, ২৮ বছর পর দ্বিতীয়বার ভারতকে চ্যাম্পিয়ন করা ক্রিকেটারদের এক কোটি রূপি পুরস্কারের ঘোষণায় তারা অখুশি। দলের অনেক শীর্ষ খেলোয়াড়ই দাবি করেছিলেন পাঁচ কোটি রূপির।

যাই হোক, এজাতীয় প্রতিবেদন প্রত্যাখান করে বিসিসিআই’র সেক্রেটারি এন. শ্রীনিভাসন জানান, পুরস্কারের অর্থ বাড়িয়ে দুই কোটি রূপি করা হয়েছে।

দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপের দশম প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। এজন্য খেলার পরপরই বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর বিশ্বকাপ জয়ী ১৫ জন খেলোয়াড়কে এক কোটি রূপি ও প্রত্যেক স্টাফকে ৫০ লাখ রূপি দেওয়ার কথা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।