ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অভিযোগ অস্বীকার মালিঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
অভিযোগ অস্বীকার মালিঙ্গার

কলম্বো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র মতো দামী টুর্নামেন্টে খেলার জন্যই আগে ভাগে টেস্টকে বিদায় দিয়েছেন -এমন অভিযোগ দৃঢ়তার সঙ্গেই নাকচ করেছেন এই শ্রীলঙ্কা পেসার।

দলের সঙ্গে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে না গিয়ে বরং টেস্টকেই বিদায় বলে দেন হাঁটুর চোটে থাকা
মালিঙ্গা।

তবে আইপিএলে ঠিকই খেলে যাচ্ছেন। এরপর থেকেই তাকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে যে দ্রুত অর্থ উপার্জনের নেশাতেই আইপিএলকে দেশের চেয়ে প্রাধান্য দিয়েছেন।

আত্মপক্ষ সমর্থনে মালিঙ্গার দাবি,“শুধু টাকার জন্যই টেস্ট থেকে অবসর নেইনি আমি। আমি ধারাভাষ্যকার, কোচ বা আম্পায়ার নই। আমি শুধু ভালো বল করতে পারি এবং উইকেট পাই। এটা বলা অন্যায় হবে যে আমি একমাত্র টাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি শ্রীলঙ্কার হয়ে খেলতে ভালোবাসি। দেশের হয়ে খেলাটা আমার স্বপ্ন। কিন্তু আমি জানি না হাঁটুর চোটটা আবারো ভোগাবে কিনা। ”

গত সপ্তাহে চোটের কারণ দেখিয়ে টেস্ট থেকে অবসর নেন ২৭ বছরের এই ক্রিকেটার।

তবে কাব ক্রিকেটে অসাধারণ খেলে যাচ্ছেন মালিঙ্গা। এ মৌসুমে আইপিএলে ৬ ম্যাচ খেলে ১৬টি উইকেট পেয়েছেন। উইকেট শিকারিদের তালিকায় লঙ্কান এই পেসারই সবার সেরা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।