ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বুধবার বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
বুধবার বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেট ও স্বাধীনতা কাপ ফুটবল শেষে প্রায় দেড়মাস পর আবারো মাঠে গড়াচ্ছে গ্রামীণফোন বাংলাদেশ লিগ। বুধবার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ঢাকা আবাহনী ও শেখ জামালের ম্যাচটি হবে।

লিগের প্রথম পর্বে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা আবাহনী ও ২৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে শেখ জামাল।

পয়েন্ট তালিকায় শেখ রাসেল, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান যথাক্রমে তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। অপরদিকে এবারের স্বাধীনতা কাপের শিরোপা জয়ী ফরাশগঞ্জ স্পোর্টিং রয়েছে তালিকার দশম স্থানে।  

গত ২৭ ডিসেম্বর ২০১০ থেকে ১৬ মার্চ লিগের প্রথম পর্ব (১১তম রাউন্ড) অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।