ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ইন্দোনেশিয়ান মাস্টার্সে তৃতীয় সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
ইন্দোনেশিয়ান মাস্টার্সে তৃতীয় সিদ্দিকুর

জাকার্তা: ইন্দোনেশিয়ান মাস্টার্সের চতুর্থ রাউন্ড শেষে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ গলফার সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টে শিরোপা জিতে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ইংল্যান্ডের লি ওয়েস্ট উড।



মেব্যাঙ্ক মালয়েশিয়ান ওপেনের অষ্টম স্থানধারী বাংলাদেশ তারকা আগের রাউন্ডের বাজে পারফরমেন্সের পর ঘুরে দাঁড়িয়েছিলেন তৃতীয় রাউন্ডেই। চতুর্থ রাউন্ডে পারের চেয়ে চার শট কম নিয়ে আগের চেয়ে আরো একধাপ ওপরে জায়গা করে নেন। সবমিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম নিয়ে সাড়ে সাতলাখ ডলারের টুর্নামেন্টে প্রায় ৩৫ হাজার ডলার প্রাইজমানি অর্জন করেন ব্রুনাই ওপেনজয়ী সিদ্দিুকুর।

রোববার রয়্যাল জাকার্তা কাব গ্রাউন্ডে চতুর্থ পর্বের প্রথম নয়টি হোলে সুবিধে করতে পারেননি ২৬ বছরের বাংলাদেশি গলফার। দুই বার্ডির বিপরীতে দুই বগি নিয়ে ৩৬ শটে শেষ করেন। তবে দশম থেকে ১৮তম হোলে দারুণ ভাগ্য সহায়তা পান সেইল ওপেনের রানার্স আপ সিদ্দিকুর। চারটি বার্ডির বিপরীতে কোন বগি দেখেননি তিনি। আন্ডার পার ১৩ শট নিয়ে সিদ্দিকুরের সঙ্গে তৃতীয়স্থানের ভাগিদার হয়েছেন আরো তিন গলফার। তারা হলেন অস্ট্রেলিয়ার মার্কাস বোথ, দক্ষিণ কোরিয়ার পার্ক ইয়ুন বিন ও থাইল্যান্ডের থিতিফুন চুয়ায়প্রাকঙ্গ।

চতুর্থ পর্বের খেলায় পারের চেয়ে তিন শট কম নিয়ে ৩৮তম জন্মদিন উদযাপনের পাশাপাশি বিশ্বসেরার মর্যাদা ফিরে পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন ইংলিশ তারকা ওয়েস্টউড। তবে র‌্যাঙ্কিং সেরার মর্যাদা পুনরুদ্ধার করতে পারবেন কিনা সেটা নির্ভর করছে স্বদেশী গলফার লুক ডোনাল্ডের পারফরমেন্সের ওপর। রোববার দিনশেষে তিনি যদি পিজিএ ট্যুরের প্রতিযোগিতা হেরিটেজ টুর্নামেন্টের শিরোপা জিততে ব্যর্থ হন তাহলে মার্টিন কেইমারকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবেন সবমিলিয়ে আন্ডার পার ১৯ শট নিয়ে ইন্দোনেশিয়ান মাস্টার্স জয়ী ওয়েস্টউড।  

এদিকে ইন্দোনেশিয়ান মাস্টার্সের আগের সেরা থাইল্যান্ডের থঙ্গচাই জাইদি চতুর্থ রাউন্ডে দিনের সেরা পারফর্ম করেন। ৭০ শটে আগের রাউন্ড শেষ করা এই থাই তারকা চতুৃর্থ পর্বে অসাধারণভাবে ঘুরে দাঁড়ান। ৬৫ শটে খেলে তালিকার দ্বিতীয়স্থানে উঠে আসেন। সবমিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।