ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

যুব ক্রিকেটে আয়ারল্যান্ডের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০
যুব ক্রিকেটে আয়ারল্যান্ডের রেকর্ড

 

ঢাকা: ইউরোপীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রোববার ডেনমার্কের বিপক্ষে রেকর্ড গড়েই জিতেছে আয়ারল্যান্ড। একদিনের ম্যাচে তারা ৩২৩ রানে হারিয়েছে ডেনমার্ককে।

দিনের অপর ম্যাচে স্কটল্যান্ড ৪৫ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।


ডাউনপ্যাট্রিকে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাসন ফন ডার মারউই ও রিচার্ড বেরির শতকের সুবাদে রানের পাহাড় গড়ে স্বাগতিক আয়ারল্যান্ড।   নির্ধারিত ৫০ ওভারে তারা ৪২৯ রান তোলে, আট উইকেটে।


৭৮ রানে  উদ্বোধনী জুটি ভাঙ্গে। এরপর দ্বিতীয় জুটিতে জ্যাসন ও বেরি রেকর্ড ২৬৩ রান তোলেন।


১১৫ বলে ১৩টি চার ও সাতটি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংস খেলেন জ্যাসন। অন্যদিকে ৯০ বল খেলে বেরি সাতটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে করেন ১৩৩ রান।


তবে দলের বিপর্যয়ের দিনেও বোলিংয়ে নির্বিকার ছিলেন বাসিত রাজা। ৭০ রান খরচে তুলে নেন ৫ উইকেট।


জয় তাড়া করতে নেমে গ্রায়েম ম্যাককার্টার, জর্জ ডকরেল ও বেরি ম্যাকার্থির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় ডেনমার্ক ।


বাসিত রাজা সর্বোচ্চ ৪০ রান করেন।


১১ রানে ম্যাককার্টার, ১৪ রানে ডকরেল ও ৩৮ রানে ম্যাকার্থি তিনটি করে উইকেট তুলে নেন।


বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, জুলাই ২৬, ২০১০








বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।