ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংলিশ ফুটবলারের ২৫ বছর জেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

লন্ডন: খুনের দায়ে অভিযুক্ত ইংলিশ কাব মিলওয়াল ও ব্র্যাডফোর্ডে সাবেক স্ট্রাইকার গ্যাভিন গ্র্যান্টের ২৫ বছরের জেল হয়েছে।

২১ বছর বয়সী লিও লাবাস্টিডকে গুলি করে হত্যার অপরাধে বিচারক পিটার বিউমন্ট এই রায় দেন।

এছাড়া এই খুনের সঙ্গে জড়িত গ্যারেথ ডাউনি ও ডামিয়ান উইলিয়ামসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

বিচারক তার রায়ে বলেন,“ প্রতিহিংসার বশবর্তী হয়েই লিওকে খুন করা হয়েছে। ”

২০০৪ সালে লিও নিজবাড়ির সামনেই খুন হন। নিহত লিও ছিলেন একজন ফুটবলার। এ বিষয়ে তার মা ডিয়ান হাভিল বলেন,“লিও ছিলো তুখোড় একজন খেলোয়াড়। ও খেলার সকল বিষয় নিয়ে আলোচনা করতো পরিচিতজনদের কাছে। কারণ জীবনকে প্রচন্ড ভালোবাসতো লিও। ”

মিলওয়াল ও ব্রাডফোর্ডের হয়ে ইংলিশ লিগে ১১টি ম্যাচ খেলেছেন দণ্ডপ্রাপ্ত খেলোয়াড় গ্যাভিন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, জুলাই ২৬, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad