ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় মহিলা দাবা ৩ মে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

ঢাকা: জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ানশিপ ৩ মে জাতীয় ক্রীড়া পরিষদে শুরু হতে যাচ্ছে।

প্রতিযোগিতার ৩২তম আসরে দেশসেরা ১২ জন খেলোয়াড় রাউন্ড রবীনলিগ পদ্ধতিতে খেলবে।

বোর্ডে খেলা গড়ানোর আগে ২ মে খেলোয়াড়দের নাম্বার ড্র অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, রানার-আপ শারমিন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ ও নাজরানা খান ইভা সরাসরি খেলবেন।

এছাড়া জাতীয় মহিলা বাছাই দাবার মাধ্যমে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন জাহানারা হক রুনু, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, দিলারা জাহান নুপুর, তানজিনা আক্তার তানি, আরিফা খাতুন মনি, মাহমুদা হক চৌধুরী মলি এবং রোকসানা তিতলী। এদিকে অন্যতম শীর্ষ রেটেড তনিমা পারভীন চুড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন না বলে বাছাই পর্ব থেকে বাদ পড়া মাসুদা বেগম খেলার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।