ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টেস্টকে বিদায় বলে দিলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
টেস্টকে বিদায় বলে দিলেন মালিঙ্গা

নয়াদিল্লি: টেস্টকে বিদায় জানালেন শ্রীলঙ্কা পেসার লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার প্রচেষ্টাতেই এই সিদ্ধান্ত  ইনজুরিপ্রবণ এই পেসারের।



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটার দলের সঙ্গে ইংল্যান্ড সফর থেকে নিজেকে প্রত্যাহার করেন। এরপরই সমালোচকরা তার প্রতি একহাত নেন যে দেশের হয়ে খেলার চেয়ে ক্লাব ক্রিকেটকেই বেশি পাত্তা দিচ্ছেন মালিঙ্গা।

এক বিবৃতিতে ২৭ বছরের এই লঙ্কান ক্রিকেটার বলেন,“গত জানুয়ারিতে আমি সাংবাদিক ও বোর্ডকে জানিয়েছিলাম বিশ্বকাপের পরই  টেস্ট ক্যারিয়ারের বিষয়ে চিন্তা-ভাবনা করবো। আগের পরিকল্পনার ধারাবাহিকতাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট ক্যারিয়ারকে আরেকটু দীর্ঘ করার প্রয়াস হিসেবেই আর টেস্ট খেলবো না। ”

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।