ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সিদ্দিকুরের খারাপ দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
সিদ্দিকুরের খারাপ দিন

ঢাকা: ইন্দোনেশিয়ান ওপেন মাস্টার্সে একটি খারাপ দিন পার করলেন গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডের খেলায় শীর্ষে থাকা বাংলাদেশি গলফার নেমে গেছেন ১৩ নম্বরে।



দ্বিতীয় রাউন্ডে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনের খেলা শেষ হতে বিলম্ব হয়। দুই হোলের খেলা বাকি থাকতে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন সিদ্দিকুর। তবে দুই রাউন্ড মিলিয়ে এখনো পারের চেয়ে পাঁচ কম শট নিয়েছেন তিনি।

রয়্যাল জার্কাতা ক্লাব গ্রাউন্ডে নিষ্পত্তি হওয়া ১৬ হোলের খেলায় দুটি বগির (৯ ও ১০ নং হোল) বিপরীতে একটি বার্ডি (১২ নং হোল) পেয়েছেন তিনি। এখনো ১৭ ও ১৮ তম হোলের খেলা বাকি রয়েছে।

এদিকে দ্বিতীয় রাউন্ড শেষে সেরাদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন মালয়েশিয়ার শাবান হোসেন। ৬৭ শটে দ্বিতীয় পর্বে বাধা অতিক্রম করে সবমিলিয়ে পারের চেয়ে ৯ শট কম নিয়েছেন তিনি।

তবে দুই রাউন্ড মিলিয়ে আন্ডার পার ৯ শট নিয়ে শাবানকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বিশ্বর‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ইংল্যান্ডের লি ওয়েস্টউড। দ্বিতীয় পর্বে দুই হোলের খেলা বাকি থাকতেই আন্ডার পার ৫ শট কম খেলেছেন এই সাবেক র‌্যাঙ্কিংসেরা। পারের চেয়ে ৯ শট কম নিয়ে সেরা তিনে আছেন দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী পার্ক ইয়ুন-বিনও।

সাড়ে ৭ লাখ ডলারের টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিযন থাইল্যান্ডের থঙ্গচাই জাইদি তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। সবমিলিয়ে পারের চেয়ে আটশট কম নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, ২২ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।