ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তানকে ৭ রানে হারালো ও. ইন্ডিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
পাকিস্তানকে ৭ রানে হারালো ও. ইন্ডিজ

সেন্ট লুসিয়া: সফরের একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৭ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ৭ উইকেটে ১৫০ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান তুলতে সমর্থ হয়।    

উইন্ডিজ ব্যাটসম্যান সিমন্স দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন, ৪৪ বল খেলে। ব্রাভো খেলেন ৩৩ বলে ৪২ রানের কার্যকরী ইনিংস। এছাড়া দলের অন্য কোনও ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান পাননি।

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া মাঝারি টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।

উইন্ডিজ বোলার বিশু ৪ ও রামপাল ৩ উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটিং লাইনে ধস নামান।

পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক ও উমর আকমল যথাক্রমে ১৭ বলে ২৫ এবং ৪১ বলে ৪১ রান করে জয়ে আশা জাগালেও ব্যর্থ হন বাকি ব্যাটসম্যানরা।

 ম্যাচটিতে পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের ৫ জন খেলোয়াড়ের টি-টোয়েন্টি অভিষেক হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad