ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ম্যাচ সেরা সাঙ্গাকারা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ম্যাচ সেরা সাঙ্গাকারা ছবি: সংগৃহীত

পরপর দুই ম্যাচে সেঞ্চুরি, তাও আবার বিশ্বকাপে! এতেই বোঝা যায় কতটা ফর্মে রয়েছেন। বলছিলাম ইংলিশদের বধ করার অন্যতম নায়ক কুমার সাঙ্গাকারার কথা।

ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচে অপরাজিত ৮৬ বলে ১১৭ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

একই ম্যাচে লাহিরু থিরিমান্নেও সেঞ্চুরি করে শ্রীলঙ্কার জয়টাকে আরও সহজ করেছেন। তিনি ১৪৩ বল মোকাবেলা করে ক্যারিয়ার সেরা ১৩৯ রান করেছেন।

ইংল্যান্ডে দেওয়া ৩১০ রানের টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছে যায়।
 
সাঙ্গাকারা এ পর্যন্ত ৪০১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৩টি সেঞ্চুরি করেছেন। মোট ১৩ হাজার ৯৬১ রান করেছেন।

এই বিশ্বকাপে নিজের ৪০০তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানের এক নজরকাড়া ইনিংস খেলেছিলেন কুমার সাঙ্গাকার।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।