ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সেনাবাহিনী সেরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঢাকা: ওয়ালটন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ৩৬তম আসরে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় স্থান আনসারের ও তৃতীয় হয়েছে বিজেএমসি।



দুই দিনের এই প্রতিযোগিতায় সেনাবাহিনী ১৮টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক নিয়ে সবার ওপরে। সেনাবাহিনীর থেকে পদক তালিকায় অনেক পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছে আনসার ও ভিডিপি। সাতটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে তারা।

তৃতীয় স্থানে থাকা বিজেএমসি পেয়েছে ছয়টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক। নৌ-বাহিনী পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে চতুর্থ।

এছাড়া বিমান বাহিনী একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। বাংলাদেশ জেল, বর্ডার গার্ড বাংলাদেশ, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা একটি করে স্বর্ণ পদক পেয়েছ। ঢাকা ও পাবনা জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে একটি করে রৌপ্য পদক।

১০৭টি পদকের জন্য প্রায় ৫০০ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বীতা করে। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি হতাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।