ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

দলের পারফর্মেন্সে খুশি যুক্তরাষ্ট্রের কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১০

জোহানেসবার্গ: বিশ্বকাপে শনিবার নিজেদের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করায় খুশি যুক্তরাষ্ট্রের কোচ বব ব্রেডলে।  

খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় স্টিফেন জিরার্ডের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও গোলরক্ষক রবার্ট গ্রিনের বোকামির মাশুল দিয়ে গিয়ে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র পেয়ে যায় সমতা।

“প্রথম দিকে পিছিয়ে পড়ার পরও তার দল যে ভাবে ঘুরে দাড়িয়েছে তাতেই খুশি আমরা ” স্কাই স্পোর্টস কে দেয়া সাক্ষাৎকাওে বলেন ব্রেডলে।

“প্রথম খেলায় অনেক কিছুই পাওয়ার আছে। কিন্তু শুরুতেই পিছিয়ে পরেও আমার দল যেভাবে খেলেছে তা সত্যিই ভালো ছিল” আরো বলেন ব্রেডলে।

“গোল খাওয়ার পর আমরা কিছু খেলোয়াড়দের একত্রিত করেছি এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে” বলেন ব্রেডলি।

“খেলাটি ছিল দ্রুত আর কঠিন। আমাদের মাঝ মাঠের খেলোয়াড়রা যেভাবে ইংল্যান্ডের সঙ্গে লড়েছে তাতে আমরা খুশি”।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১০ ঘ. জুন, ২০১০
এসএফএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।