ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

৫২ বলে ভিলিয়ার্সের শতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
৫২ বলে ভিলিয়ার্সের শতক ছবি : সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয় বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারের ২০তম শতক তুলে নিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ৫২ বলে ১২ চার ও ৩ ছক্কায় এ শতক হাঁকান তিনি।



আইসিসির তালিকায় শীর্ষে থাকা ক্লাসিক এ ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ওডিআইয়ে দ্রুততম শতকের রেকর্ড। গত ১৮ জানুয়ারি ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে দ্রুততম শতকের এ নতুন রেকর্ড গড়েন তিনি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করলেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত এ শতক তুলে নেন ভিলিয়‍ার্স। এটি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম শতক। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে শতক হাঁকান আইরিশ ব্যাটসম্যান কেভিন ও'ব্রায়ান।

এখন পর্যন্ত ১৮১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা (এ ম্যাচ বাদে) ভিলিয়ার্সের মোট রান সাত হাজার পাঁচশ ১৪। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৯।

২০০৫ সালের ২ ফেব্রুয়ারি ব্লোমফমন্টেইনে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় ডি ভিলিয়ার্সের।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।