ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

৭ ওভারে পাকিস্তানের ৯ রান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
৭ ওভারে পাকিস্তানের ৯ রান

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩১১ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৭ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯ রান।



পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে নামেন আহমেদ শেহজাদ এবং নাসির জামসেদ। ইনিংসের দ্বিতীয় বলেই জামসেদকে ফেরান জেরম টেইলর। আর শেষ বলে ফেরান ইউনুস খানকে। এক রানে দুই উইকেট হারানো পাকিস্তানের লজ্জা এখানেই শেষ হয়নি।

তৃতীয় ওভারের শেষ বলে হারিস সোহেলকেও ফিরিয়ে দেন টেইলর। আর পরের ওভারের প্রথম বলে আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠিয়ে দেন জ্যাসন হোল্ডার। ফলে, এক রানেই চার উইকেট হারায় পাকিস্তান।

এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে করে ৩১০ রান। শেষ ৬ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় ৮৯ রান।

ব্রাভো, রামদিন, সিমন্স, স্যামি আর স্যামুয়েলসের ব্যাটে ভর করে ক্যারিবীয়রা এ রান তোলে। শেষ দিকে ব্যাটে ঝড় তুলে মাত্র ১৩ বলে ৩টি চার আর ৪টি ছয়ে ৪২ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

সর্বশেষ ১৩টি ম্যাচের ১১টিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে সর্বশেষ ৮ ম্যাচের একটিতে মাত্র জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ক্যারিবীয়রা। ১২৬ ম্যাচে ৬৮ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে পাকিস্তান জিতেছে ৫৫ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ের তিনটি ম্যাচ টাই হয়।

আর বিশ্বকাপে ৯ বারের দেখায় ৬ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বাকি ৩ বার জয়ের দেখা পায় পাকিস্তান। গত বিশ্বকাপের পর এ পর্যন্ত মুখোমুখি ১১ ম্যাচের ৬ ম্যাচে জিতেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪টি, বাকি ম্যাচটি টাই।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৫

** এক রানে পাকিস্তানের নেই ৪ উইকেট
** পাকিস্তানের টার্গেট ৩১১ রান
** স্যামি-সিমন্সের দ্রুত রান তোলার চেষ্টা
** ব্রাভো নেই, ব্যাটিংয়ের দায়িত্বে রামদিন
** পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিলেন হারিস
** ক্যাচ মিসের মহড়ায় পাকিস্তান
** দেখেশুনে ব্যাট চালাচ্ছে ক্যারিবীয়রা
** ইরফানের পর সোহেল খানের আঘাত
** গেইলকে ফেরালেন ইরফান
** ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা
** টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।