ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

খেলা

দিল্লির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
দিল্লির প্রথম জয়

মুম্বাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। রোববার তারা তিন উইকেটে হারায় পুনে ওয়ারিওর্সকে।



পুনে ওয়ারিওর্স: ১৮৭/৫ (২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ১৯০/৭ (১৯.২ ওভার)
ফল: দিল্লি তিন উইকেট জয়ী

ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পুনে ওয়ারিওর্স। ব্যাট করতে নেমে দলের ২৮ রানে প্রথম উইকেট হারায় যুবরাজ সিংয়ের দল। দিন্দার বলে ক্যাচ আউট হন ওপেনার গ্রায়েম স্মিথ (১২)।

এরপর আরও চার উইকেট হারায় পুনে। বড় স্কোর গড়তে সমস্যা হয়নি আগের দুই ম্যাচে জেতা দলটির। শেষপর্যন্ত যুবরাজ সিংয়ের অপরাজিত ৬৬ ও ওপেনার জেসি রাইডারের ৬০ রানের কল্যাণে পাঁচ উইকেটে ১৮৭ রান তুলে নবাগত পুনে।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দিল্লির দুই ওপেনার। দলীয় ৭৫ রানের মাথায় জুটি ভাঙ্গে। ব্যক্তিগত ৪৬ রানে উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে রানআউট হন ওপেনার ডেভিড ওয়ার্নার। অন্য ওপেনার বীরেন্দ্র শেবাগকে (৩৭) বোল্ড করেন রাইডার।

দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। ইরফান পাঠান (১৪) ও নামান ওঝাকে (১১) সাজঘরে ফেরান যুবরাজ। আর রাউল শর্মার এলবিডব্লু’র ফাঁদে পড়েন ম্যাথু ওয়াডে।   তবে ভেনুগোপাল রাও’র ৩৭, অ্যারন ফিচের ২৫ ও জেমস হোপসের অপরাজিত ১৩ রানের সুবাদে সাত উইকেট হারিয়ে প্রতিযোগিতায় প্রথম জয়ের দেখা পায় বীরেন্দ্র শেবাগের দল। আগের দুটি ম্যাচেই হেরেছে দিল্লি।  

২৯ রান দিয়ে চারটি উইকেট নেন যুবরাজ সিং। এছাড়া একটি করে উইকেট নেন জেসি রাইডার ও রাউল শর্মা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।