ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ঝলক দেখাতে পারেনি ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুন ১২, ২০১০

ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বরূপে দেখা যায়নি বর্তমান রানার্স-আপ ফ্রান্সকে। উল্টো উরুগুয়ের কাছে হোচট খেয়েছে নিজেদের প্রথম ম্যাচে।

গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়েছে খেলা।

ইউরোপের আক্রমণাত্মক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে নাকাল করার অভ্যাস যাদের সেই ফ্রান্সের দেখা মেলেনি। লক্ষ্যভ্রষ্ট আক্রমণ থেকে গোল আদায়ের কোন সুযোই তৈরি করতে পারেনি তারা। উল্টো বক্সের বাইরে থেকে উদ্দেশ্যহীন শট নিয়েছে একাধিকবার। মূলত দুর্বল আক্রমণভাগের কাছেই নতজানু বর্তমান রানর্সআপরা।

থিয়েরি হেনরি রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখাও কোচ রেমন্ড ডমেনেখ সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলার সুযোগ পেয়ে ঝলক দেখানোর চেষ্টা করেও সফল হননি হেনরি। এমনকি ১০ জনের দলের বিপক্ষেও পেরে উঠেনি ফ্রান্স।

উরুগুয়ে বরং নিজেদের রক্ষণদুর্গ সামলেছে অঘটন ছাড়াই। পরিকল্পিত আক্রমণ করতে না পারলে ম্যাচে টিকে থাকতে চেষ্টার ত্রুটি করেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৮১ মিনিটে নিকোলাস লদেইরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও হাল ছাড়েনি উরুগুয়ে। প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়ে শেষপর্যন্ত ম্যাচ বাঁচিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দলটি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪০ ঘ. ১২ জুন ২০১০
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।