ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

চেন্নাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
চেন্নাইয়ের জয়

চেন্নাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার মাইকেল হাসির হার না মানা ৮৩ রানের সুবাদে তারা ২১ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।



চেন্নাই সুপার কিংস: ১৮৩/৫ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬২/৭ (২০ ওভার)
ফল: চেন্নাই ২১ রানে জয়ী

চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে দারুণ সূচনার পর দলের ৫১ রানের মধ্যে প্রথম উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। রায়ান নিনানের বলে জহির খানের হাতে ধরা পড়েন ওপেনার মুরালি বিজয় (৩১)।

পরে চারটি উইকেট হারালেও বড় স্কোর গড়তে ঝামেলা হয়নি ধোনিদের। শেষপর্যন্ত ওপেনার মাইকেল হাসির অপরাজিত ৮৩ রানের কল্যাণে পাঁচ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে চেন্নাই। ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে এ রান করেন মি. ক্রিকেট খ্যাত হাসি।

দুটি করে উইকেট নেন জোয়ান ভ্যান ডার ওয়াথ ও রায়ান নিনান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলীয় ৩১ রানের মধ্যে বিদায় নেন তিন ব্যাটসম্যান। মেয়েঙ্ক আগারওয়ালকে (৭) অশ্বিন ও তিলকরত্নে দিলশানকে (০) ক্যাচ আউট করেন অ্যালবি মর্কেল। আসাদ পাঠানকে ব্যক্তিগত ১৪ রানে বোল্ড করেন টিম সাউদি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষপর্যন্ত ধাক্কা সামাল দিতে পারেনি ড্যানিয়েল ভেট্টরির দল। তবে বিরাট কোহলির ৩৫ ও  এবি ডি ভিলিয়ার্সের ৬৪ রানের সুবাদে সাত উইকেট হারিয়ে ১৬২ রান করে বেঙ্গালুরু।

দুটি করে উইকেট নেন সুরজ রনদিপ ও অ্যালবি মর্কেল। এছাড়া একটি করে উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন, টিম সাউদি ও সাদাব জাকাতি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad