ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আত্মবিশ্বাস অর্জনের ম্যাচ: নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
আত্মবিশ্বাস অর্জনের ম্যাচ: নাসির নাসির হোসেন

ঢাকা: বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ দলের নাসির হোসেন। আইরিশদের বিপক্ষে এই ম্যাচে ভালো করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ।



সিডনিতে বুধবার বাংলাদেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে  নাসির বলেন, ‘এখানে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ ছিল। আর সবচেয়ে বড় কথা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমাদের আর কোনো প্র্যাকটিস ম্যাচ নাই। আমি মনে করি, এই ম্যাচ থেকে যার যেটা নেওয়ার তা নিতে হবে। ব্যাটসম্যানদের রান করতে হবে, বোলারদের ভালো বল করতে হবে, যদি এখান থেকে কিছু পায় তাহলে তাদের আত্মবিশ্বাস বাড়বে। ’

তবে অজি কন্ডিশন বিবেচনায় আয়ারল্যান্ডকে হাল্কাভাবে নিচ্ছে না  দ্য ফিনিশার। অল্প সময়েও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টার ত্রুটি করেননি বলে জানিয়েছেন নাসির। তবে এই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন টাইগারদের অনুশীলন বেশ ভালো হয়েছে।

শুনুন তার জবানীতেই  ‘আমরা যতই প্র্যাকটিস করি, আমরা মানিয়ে নিতে পারব না। তবে  আমরা যতটুক চেষ্টা করেছি ততটুকু পেয়েছি। আমরা খুব ভালো অনুশীলন করেছি। আশা করি আমরা যে অনুশীলন করেছি তা ম্যাচে আমাদের খুব কাজে লাগবে। ’

তবে আবারো নাসির জানালেন, আফগানিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিটি সিরিজ বলেন বা টুর্নামেন্ট বলেন প্রথম ম্যাচটা খুব ভাইটাল। আমাদের জন্য আফগানিস্তানের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। ঐ ম্যাচটি জিতলে আমাদের পরের খেলাগুলো অনেক সহজ হবে।

নাসির নিজের লক্ষ্য সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার টার্গেট হচ্ছে দলের জন্য খেলা। দল যেভাবে চাইবে ঐভাবেই খেলব। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।