ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বুধবার বিশ্বকাপের চার প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বুধবার বিশ্বকাপের চার প্রস্তুতি ম্যাচ

ঢাকা: বুধবার বিশ্বকাপের চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। হাগলি ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলংকাকে পাঁচ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা।

অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়।

লিঙ্কন ওভালে শ্রীলংকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারায় অজিরা। অন্যদিকে প্রস্তুতি পর্বে আরব আমিরাতের এটিই প্রথম ম্যাচ।

দিনের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। খেলাটি অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। উভয় দলই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পায়। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারায় ইংলিশরা। অন্যদিকে বাংলাদেশকে তিন উইকেটে পরাজিত করে পাকিস্তান।

উল্লেখ্য, আগামি ১৪ ফেব্রয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে একদাশতম ক্রিকেট বিশ্বকাপের। মূল লড়াই শুরুর আগে অংশ্রগ্রহণকারী ১৪টি দেশ দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।