ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

তামিমকে নিয়ে আত্মবিশ্বাসী পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
তামিমকে নিয়ে আত্মবিশ্বাসী পাপন ছবি: সংগৃহীত

ঢাকা: মিনিসকাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই বাজিমাত করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।   সোমবার প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৮১ রানের চমৎকার এক ইনিংস।

তার এ ইনিংসটি দলের সঙ্গে আত্মবিশ্বাসী করে তুলেছে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকেও।

বিসিবির কর্নসাট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রসঙ্গ উঠতেই নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম গতকাল খুব ভালো খেলেছে। গতকালের  ম্যাচ খেলাটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ন ছিল। আশা করি বাকি ম্যাচগুলোতে সে ভালো করবে। ’

মুশফিকের ব্যর্থতা দুঃশ্চিন্তার ছাপ ফেলেছে বোর্ড কর্তার কপালে। নাজমুল হাসান বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ন খেলোয়াড়রা রান পাচ্ছে না, আশা করি মুশফিক মূল আসরের আগে ফর্মে  ফিরতে পারবে। এনামুল, মুমিনুলদের রান করাটাও দলের জন্যে গুরুত্বপূর্ন। ’

তবে স্পিন আক্রমণ নিয়েও দুঃশ্চিন্তার কথা গোপন করলেন নাজমুল হাসান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিনাররা যে কোনো কাজেই আসছে না তা নিয়ে বোর্ড কর্তার কন্ঠেই উদ্বেগ ঝরে পড়লো, ‘ওখানে স্পিন কাজ করছে না, শুধু আমাদের না, কোন দলেরই স্পিন কাজ করছে না। ’

কথা বললেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে। বাংলাদেশ দলের স্কোর কম হওয়ায় হতাশা প্রকাশ করলেন নাজমুল হাসান পাপন ‘আসলে এত কম রান নিয়ে ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে হলো অবশ্যই ভালো খেলতে হবে। স্কোরটা আরো বড় করতে হবে। আমার মনে হয় ম্যাচ জিততে হলে কমপক্ষে ৩০০ রান করতে হবে। ‘

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।