ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ঐচ্ছিক অনুশীলণ করল টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ঐচ্ছিক অনুশীলণ করল টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে সোমবার পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হারার পর একটুও আত্মবিশ্বাসে ফাটল ধরেনি  টাইগারদের। তবে মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান এবং আল আমিন হোসেন।



অনুশীলনে ব্যাটসম্যানরা শর্ট বল খেলার উপর জোর দেন বেশি। প্রস্তুতি ম্যাচগুলোতে মুশফিকুর রহিম তেমন সুবিধা করতে পারেনি আর এটাই দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজম্যান্টের। মুশকিক ব্যক্তিগত অনুশীলনের উপর যথেষ্ট গুরুত্ব দেন। ফলে আজকেও ঐচ্ছিক অনুশীলনে নেমে পড়েন।

অন্যদিকে টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক বিসিবির উদ্যোগে আয়োজিত দুটো প্রস্তুতি ম্যাচে ভালো করলেও  পাকিস্তানের বিপক্ষে ম্যাচে করেছিলেন সাত রান, হয়তো নিজেকে আরো শানিয়ে নিতে অবসর সময় না কাটিয়ে তিনিও নেমে পড়েন অনুশীলনে।

সাব্বির আহমেদ এবং  নাসির হোসেন দুজনই  লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের ভরসা। তারাও করলেন বাড়তি অনুশীলন।

পেসারদের মধ্যে একমাত্র আল আমিন হোসেনই এদিন এসেছিলেন ঐচ্ছিক অনুশীলনে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।