ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সুরের মূর্ছনায় টাইগারদের জন্য শুভ কামনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সুরের মূর্ছনায় টাইগারদের জন্য শুভ কামনা ছবি: সংগৃহীত

ঢাকা: সুরের মূর্ছনায়  বিশ্বকাপকে  বরণ করে নেবে বাংলাদেশ।   বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তিন দিনব্যাপী কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।

  মঙ্গলবার  মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মলনের মাধ্যমে  কর্নসাট আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

‘এগিয়ে চলো বাংলাদেশ’ এই থিম নিয়েই ইউসিবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায়  তিনব্যাপী এই কর্নসাটটি  বুধবার  শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে। এরইমধ্যে খুলনায় সমস্ত আয়োজন সম্পন্ন করেছে আয়োজকরা। খুলনায় টিকিটের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ১০০ টাকা, ৩০০ টাকা এবং এবং ৫০০ টাকা।   কর্নসাটের খুলনা পর্বে অংশ নেবেন মাইলস, নেমিসিস ও শুভ এন্ড ফ্রেন্ডস।

১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কর্নসাটের দ্বিতীয় পর্বে অংশ নেবে এলআরবি, ওয়ারফেজ এবং তীরন্দাজ। চট্টগ্রামের ইউসিবি ব্যাংকের  দামপাড়া শাখায় পাওয়া যাবে টিকিট। এছাড়া কর্নসাটের দিন অস্থায়ী বুথেও পাওয়া যাবে টিকিট।

১৩ ফেব্রুয়ারি শের-ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ কনসার্টটি অনুষ্ঠিত হবে। ঢাকায় টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০, ৫০০ ও ১০০০ টাকা। বেলা সাড়ে ৩টার দিকে কনসার্টটি শুরু হবে। দর্শকদের জন্য গেইট উন্মুক্ত করে দেওয়া হবে বেলা দেড়টার দিকে। ঢাকায় ইউসিবি ব্রাঞ্চের দুটি শাখায় টিকিট পাওয়া যাবে। শাখা দুটি হল বসুন্ধরা ও ধানমন্ডি শাখা। গান পরিবেশন করবেন বাপ্পা এন্ড ফ্রেন্ডস, ওয়ারফেজ, মাইলস, এলআরবি ও মমতাজ। ঢাকায়ও কনসার্টের দিন অস্থায়ী বুথে টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুব আনাম, বোর্ড পরিচালক জালাল ইউনুস, সিরাজুল ইসলাম, শওকত আজিজ রাসেল, আবু আউয়াল চৌধুরি ভুলু এবং ইউসিবির পরিচালকসহ অন্যান্যরা।

বিসিবি ২০১৫ বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানাতে গণস্বাক্ষর কর্মসূচিও আয়োজন করেছে। এরই মধ্যে ৬৪টি জেলায় গণস্বাক্ষর কর্মসূচী চালু হয়েছে। ঢাকায় মঙ্গলবার থেকে নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।

২০১৫ বিশ্বকাপের জন্য বিসিবি ইতোমধ্যেই একটি থিম সং তৈরি করেছে। যেটির লেখা ও সুর করেছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী বাপ্পা মজুমদার।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন জানান, বাংলাদেশ দলকে শুভ কামনা জানানোর জন্যে এই আয়োজন। ‘বিশ্বকাপ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ছোট করে কিছু পরিকল্পনা করেছি। দল হারুক কিংবা জিতুক সেটা বড় কথা নয়। দলকে সাপোর্ট করার প্রয়াসে ক্রিকেট ভক্তদের মধ্যে একটা হাইপ (উন্মাদনা) তোলার চেষ্টা করবো এই কনসার্টের মাধ্যমে। ’

তিনি আরও যোগ করেন, আমাদের পরিকল্পনা ছিল দেশের সব জায়গায় এমন আয়োজন করার। কিন্তু সম্ভব হয়ে উঠেনি। আমরা সাতটি বিভাগে শুভ কামনা জানানোর জন্যে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। ’

সমর্থকদের এই বার্তা  আগামী ১৫ ফেব্রুয়ারি ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়া হবে জানান বোর্ড প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।