ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নাদালের জয়ের দিনে বিদায় ফেদেরারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
নাদালের জয়ের দিনে বিদায় ফেদেরারের

মন্তে কার্লো: র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই রাফায়েল নাদালের জয়ের ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার  মন্তে কার্লো মাস্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

অপরদিকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছেন এক সময়কার র‌্যাঙ্কিং শীর্ষ তারকা ও নাদালের শক্ত প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে স্পেন তারকা  ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন সার্বিয়ার ইভান লুবিসিচকে। অন্যদিকে শীর্ষ আটের অন্য লড়াইয়ে ফেদেরার ৬-৪, ৬-৪ গেমে হেরে যান অস্ট্রিয়ার জুর্গেন মেলজারের কাছে। এ নিয়ে মৌসুমে পঞ্চম হারের স্বাদ পেলেন সুইস তারকা।


ক্লে কোর্টের রাজাখ্যাত নাদাল জয়ের সুবাদে মন্তে কার্লোতে অপরাজিত থাকার রেকর্ডকে আরো এগিয়ে নিলেন। টানা ৩৫ ম্যাচে না হারার কৃতিত্ব দেখান প্রতিযোগিতার শীর্ষ বাছাই এই স্পেন তারকা। টুর্নামেন্টে টানা সাত শিরোপার পথে সেমিফাইনালে নাদাল মুখোমুখি হবেন অ্যান্ডি মারে অথবা ফ্রেডেরিকো জিলের মধ্যকার অপর কোয়ার্টার ফাইনাল বিজয়ীর।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।