ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

শীর্ষ আটে নাদাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

মন্তে কার্লো: স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল মন্তে কার্লো মাস্টার্সে প্রত্যাশামাফিক শীর্ষ আটে জায়গা করে নিয়েছেন।

কোয়ার্টার ফাইনালের পথে শীর্ষ বাছাই স্পেন খেলোয়াড় ৬-২, ৬-৪ গেমে হারিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় করেন ফ্রান্স খেলোয়াড় ১৩তম বাছাই রিচার্ড গ্যাসকোয়েটকে।



এ জয়ে মাটির (ক্লে) কোর্টের রাজাখ্যাত নাদাল তার অপরাজিত থাকার রেকর্ডকে আরো একধাপ উপরে নিয়ে গেলেন। এই ইভেন্টে টানা ছয় বছর ধরে জিতে চলা নাদাল জয়ের রেকর্ড ৩৬-১ এ উন্নীত করেন।

এ জয়ের প্রতিপক্ষের সঙ্গেও ব্যবধান আরো বাড়িয়ে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। কোনো হার ছাড়াই গ্যাসকোয়েটের বিপক্ষে অষ্টম জয় পেয়েছেন তিনি।   কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ক্রোশিয়ার ইভান লুবিচিচ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘন্টা, ১৪ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।