ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জিপি-বিসিবি একাডেমির কোচ রস টার্নার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
জিপি-বিসিবি একাডেমির কোচ রস টার্নার

ঢাকা: অস্ট্রেলিয়ার কোচ রস ম্যালকম টার্নারকে জিপি-বিসিবি একাডেমির প্রধান কোচ ও ম্যানেজার করা হয়েছে। বাংলাদেশে সঙ্গে দুই বছরের জন্য চুক্তি হচ্ছে এই অস্ট্রেলিয়ানের।



বাংলাদেশের ম্যালকমের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে এই এপ্রিলেই। দক্ষিণ আফ্রিকা একাডেমি দল বাংলাদেশ সফরে এসেছে। শনিবার চারদিনের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরুর করবে তারা। জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে দুটি চারদিনের, তিনটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকরী দল।

রস টার্নার জাতীয় দলের সঙ্গে কাজ না করলেও অস্ট্রেলিয়ার কাব কোচিংয়ে সুখ্যাতি কুড়িয়েছেন। এছাড়া ১৯৯৭ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। কোচদেরও কোচ রস টার্নার।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান জিবি-বিসিবি একাডেমির নতুন এই কোচ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।