ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আইপিএল খেলা হচ্ছে না স্টিভ স্মিথের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
আইপিএল খেলা হচ্ছে না স্টিভ স্মিথের

ঢাকা: অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথের আপাতত ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এ খেলা হচ্ছে না। বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে যাচ্ছেন তিনি।

দলের ফিজিও অ্যালেক্স কাউন্টারিস বলেছেন,“তার বাঁ পায়ের গোরালিতে অস্ত্রোপচারের এখনই সুযোগ। আগামী সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার হয়ে গেলে অস্ট্রেলিয়ার মৌসুমটা ধরতে পারবে সে। ”

স্মিথের না খেলাটা কোচির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বতীর্থ জন হেস্টিংসের সঙ্গে আইপিএলের দল কোচিতে যোগ দেওয়ার কথা ছিলো স্মিথের।

অস্ট্রেলিয়ার এই স্পিন অলরাউন্ডার বাংলাদেশ সফরে একদিনের সিরিজে খেলেছেন। ব্যাটিং ভালো না হলেও বোলিংটা মন্দ হয়নি। নিজের পারফরমেন্স নিয়ে খুশিই ছিলেন অসি অলরাউন্ডার,“এভাবে ফিরতে পেরে আমি খুবই খুশি। নেটে এবং খেলায় আমার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। ”

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।