ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দেড় দিনেই শেষ পাঁচদিনের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
দেড় দিনেই শেষ পাঁচদিনের ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: রঞ্জি ট্রফিতে গুজরাট-হরিয়ানা ম্যাচ মাত্র দেড় দিনেই সমাপ্ত হয়েছে। শনিবার আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই জয় তুলে নেয় গুজরাট।



১১৫ রানের  লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। হরিয়ানা ৯ উইকেটের ব্যবধানে পরাজয় মেনে নেয়।

গতকাল (শুক্রবার) ম্যাচের প্রথম দিনে হরিয়ানা প্রথম ইনিংসে ব্যাট করে ১২৯ রানে অলআউট হয়। জবাবে ১২৫ রানে গুটিয়ে যায় গুজরাট। প্রথম দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসের সূচণা করে হরিয়ানা। দিন শেষে তারা তোলে ৬ উইকেটে ৭৬ রান।

প্রথমদিনেই দু’দলের ২৬ উইকেটের পতন হয়।

শনিবার দ্বিতীয় দিনের সকালে বাকি ৪ উইকেট হারালে ১১০ রানে অলআউট হয় হরিয়ানা।

জবাবে মাত্র ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। পার্থিব প্যাটেল ৬২ ও  চিরাগ গান্ধী  ৪২ রান করে অপরাজিত থাকলে ৯ উইকেটের জয় পায় গুজরাট।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।