ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানের দাবি ঠিক নয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
পাকিস্তানের দাবি ঠিক নয়

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড এপ্রিলে তাদের বাংলাদেশ সফরকে টেকনিক্যালি পাকিস্তানের হোম সিরিজ বলে দাবি করে বিবৃতি দিয়েছে। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এই দাবি নাকচ করে দিয়ে বলেন, বর্তমান এফটিপি অনুসারে পাকিস্তানের এই দাবি ঠিক নয়।



বুধবার দুপুরে তার কার্যালয়ে বিসিবির নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমান  এফটিপি ২০১৪ সালের এপ্রিল থেকে কার্যকর এবং সেটি অনুসারে পাকিস্তানের এই দাবি করার সুযোগ নেই। ’

আগের এফটিপি অনুসারে ২০১৩ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সে বিবেচনায় আসন্ন বাংলাদেশ সফরকে তাদের হোম সিরিজ বলে দাবি করছে পিসিবি। এই বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তানের একটি সঙ্কট রয়েছে তাদের দেশে অনেকদিন ধরেই খেলা হয় না, সে বিবেচনায় তারা একটা প্রস্তাব করেছে। ’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে প্রস্তাবগুলো দিয়েছে তা নিয়ে বিসিবিতে আলোচনা করে পরে তাদের জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

পিসিবির প্রেসিডেন্ট শাহরিয়ার খান বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন এখানে কোন নিরাপত্তা সমস্যা নেই, আমাদের দেশে খেলা চলছে, আইসিসির ম্যাচ অফিসিয়ালরাও আসবে সুতরাং এ নিয়ে ভাবনার কারণ নেই। ’

পাকিস্তান ক্রিকেট বোর্ড এপ্রিলে বাংলাদেশ সফর থেকে সিরিজের আয়ের ৫০ভাগ লভ্যাংশ দাবি করার পর থেকেই দুই বোর্ডের মধ্যে টানাপোড়নের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।