ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রান ছাড়াই ওভারে পাঁচ উইকেট (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রান ছাড়াই ওভারে পাঁচ উইকেট (ভিডিও)

ঢাকা: ক্রিকেটে কত ঘটনাই না ঘটে। যেসব ঘটনা আমাদের বিস্ময় জাগায় সেসব ঘটনাকে আমরা আজব ঘটনা বলে থাকি।

তেমনি একটি মুহূর্ত ঘটেছিল ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এক ওভারে পাঁচ উইকেট। হ্যা‍, ঘটনাটি সত্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে বর্তমানে ক্রিকেট থেকে নিষিদ্ধ মোহাম্মদ আমিরের এক ওভারে নিজেদের পাঁচটি উইকেট হারিয়েছিল ‍অজিরা।

প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ১৯ ওভারে ১৯১ রানের পাহাড় গড়ে। তবে ২০তম ওভারে বোলিংয়ে আসেন আমির। তার প্রথম বলে মোহাম্মদ সামির ক্যাচে পরিণত হন ব্র্যাড হাডিন। দ্বিতীয় বলে ব্যাটিংয়ে নামা মিচেল জনসন সরাসরি বোল্ড হয়ে যান।

ওভারের তৃতীয় বলে মাইক হাসি বল মিস করলে উইকেটের পেছনে থাকা কামরান আকমল বল থ্রো করে রান আউট করেন হাসিকে। এর পরের বলে একই ভাবে রান আউট হন স্টিভেন স্মিথ।

পঞ্চম বলটি ব্যাটিংয়ে থাকা শন টেইট মিস করেন। তবে ওভারের ষষ্ঠ বলটি টেইটের ব্যাটে লেগে স্ট্যাম ভাঙে। আর এরই সঙ্গে এক ওভারে কোন রান না করে অজিদের পাঁচটি উইকেটের পতন হয়।

ভিডিওঃ


বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।