ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মিরপুরে অর্ধশতক একদিনের ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
মিরপুরে অর্ধশতক একদিনের ম্যাচ

ঢাকা: অস্ট্রেলিয়া বাংলাদেশে আগেও খেলেছে। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই প্রথম।

অসিদের প্রথম হলেও শনিবারের ম্যাচটি শেরেবাংলার ৫০তম।

২০০৬ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ের-বাংলাদেশ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিলো হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের। দেখতে দেখতে অর্ধশতক ম্যাচ হয়ে গেছে শেরেবাংলার সবুজ জমিনের কালো পিচে।

ক্রিকেট বিশ্বের প্রতিষ্ঠিত সবগুলো দলই খেলেছে এই মাঠে। সদ্য সমাপ্ত দশম বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছে এই মিরপুরে। যার মধ্যে দুটি কোয়ার্টার ফাইনালও ছিলো।

আগের ৪৯ ম্যাচের একটি (বাংলাদেশ-নিউজিল্যান্ড) বৃষ্টিতে ভেসে গেছে। বাকিগুলোর ফলাফল হয়েছে। এই মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ, ৩৫টি। এরপরই জিম্বাবুয়ে ১৩টি, ভারত ১০টি, শ্রীলংকা ৯টি। এছাড়া পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ইংল্যান্ডও খেলেছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।