ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন কামরান-রাজ্জাক: বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন কামরান-রাজ্জাক: বাট

করাচি: বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারেননি অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক ও উইকেটরক্ষক কামরান আকমল। এরকম হতাশাজনক পারফরমেন্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সভাপতি ইজাজ বাট অবসরে যাওয়ার পরামর্শ দিলেন দুই ক্রিকেটারকে।

কামরান ও রাজ্জাকের সমালোচনা করেন ইজাজ বাট বলেন,“বিশ্বকাপে এই দুজনের পারফরমেন্স ছিলো হতাশাজনক। আমার মনে হয়, উভয়েরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এটাই ঠিক সময়। ”

বলেন,“তাদের ভবিষ্যৎ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচকরা। ” যদি বিশ্বকাপে বাজে পারফরমেন্স করতেন, বর্তমান অধিনায়ক শহীদ আফ্রিদিকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো বলে জানালেন বাট। বলেন,“বিশ্বকাপে সর্বোচ্চ ২১ উইকেট শিকার করে নেতা হিসেবে দলে থাকার সামর্থ্য রাখেন আফ্রিদি। ”

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।