ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

পানির দরে বিক্রি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
পানির দরে বিক্রি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ঢাকা: ভাগ্যের জোরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর জুটেছে। বিজ্ঞাপন দিয়ে যখন কোন গতি হয়নি তখন আলোচনা সাপেক্ষে সিটিসেল তিন ম্যাচ একদিনের সিরিজের টাইটেল স্পন্সর হতে রাজি হয়।



নূন্যতম মূল্য নির্ধারণ করা হয়েছিলো এক লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে। সেখানে সিটিসেলের কাছ থেকে পাওয়া যাচ্ছে একলাখ ডলার। তাও ম্যাচ সেরা ও সিরিজ সেরার অর্থপুরস্কারসহকারে।

গত ৮ মার্চ স্পন্সর হতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র চাওয়া হয়। সিরিজের তিনটি প্যাকেজের জন্য বিসিবি ফ্লোর প্রাইজ নির্ধারণ করেছিল সর্বমোট ৩ লাখ ৯৫ হাজার ডলার। কিন্তু কোনও প্রতিষ্ঠানই স্পন্সরের ব্যাপারে নির্ধারিত সময়ে আগ্রহ দেখায়নি। শুক্রবার সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন বিসিবি’র সিইও মনজুর আহমেদ। যে কারণে বিসিবি বাধ্য হয় ব্যক্তিগত উদ্যোগে স্পন্সর যোগাতে। সিটিসেলের সঙ্গে যোগাযোগ করে তারা সফলও হয়। অন্য দু’টি প্যাকেজের ব্যাপারে আগ্রহ আছে সিটিসেলের।

সিরিজের নাম হবে জুম আলট্রা ওডিআই সিরিজ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।