ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

খেলা

বার্সা ত্যাগ করবেন এনরিক যদি..!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জানুয়ারি ১১, ২০১৫
বার্সা ত্যাগ করবেন এনরিক যদি..! লুইস এনরিক / ছবি : সংগৃহীত

ঢাকা: আজ রাতেই লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আর এ ম্যাচের আগেই দলের কোচ লুইস এনরিক জানিয়েছেন, তিনি বার্সা ছাড়বেন যদি দলের শিষ্যরা তাকে সমর্থন না করে।



এর আগে লিগ খেলায় রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ১-০ গোলে বার্সার হারের ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে প্রথমার্ধে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন এনরিক। পরে এ নিয়ে দু’জনের সম্পর্কের মাঝে দ্বন্দ শুরু হয় এমনটি জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এনরিক জানিয়েছেন, এসব ব্যাপার মিডিয়ার বাড়াবাড়ি।

এনরিক বলেন, ‘আমি নিজেকে ভালো অনুভব করছি আর দলে আমি নিজের সেরাটা দিতে চাই। ’ এনরিক রসিকতা করে বলেন, ‘ আমি এসব বিতর্ক পছন্দ করি। ’

তিনি আরো বরেন, ‘আমি একটি ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই, আমি যখনই দেখব দলের ফুটবলাররা আমাকে সহযোগিতা করছে না, আমি তখনই দল ত্যাগ করব। তবে আমার প্রথম দিনের মতোই আমি এখনও অনুভব করছি। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।