ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ওয়াংখেড়ে’র চেয়ে লর্ডসের সিট কম: পাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
ওয়াংখেড়ে’র চেয়ে লর্ডসের সিট কম: পাওয়ার

মুম্বাই: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে সমালোচনা হওয়া চুপ থাকতে পারলেন না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সভাপতি শারদ পাওয়া। শুক্রবার তিনি বলেছেন, ইংল্যান্ডের লর্ডসের সিটও ওয়াংখেড়ে ভেন্যুর চেয়ে কম।



সংবাদিকদের আইসিসি সভাপতি বলেন,“ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামের দিকে তাকান, এর দর্শক ধারণ ক্ষমতা ১৮ হাজার। এখানে (মুম্বাইয়ে) দর্শক ধারণক্ষমতা ৩২ থেকে ৩৩ হাজার। ”

পাওয়ার বলেন,“এটা বলা সহজ আমরা বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ব্যবস্থা করতে পারেনি। কিন্তু এটাও মানতে হবে মুম্বাইয়ের মতো শহরে বড় স্টেডিয়াম খুঁজে পাওয়া সহজ নয়। ”

এবারের বিশ্বকাপ ফাইনাল হয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্বাগতিক ভারত।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।