ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

উইজডেনের বর্ষসেরা তালিকা থেকে বাদ তিন পাক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
উইজডেনের বর্ষসেরা তালিকা থেকে বাদ তিন পাক ক্রিকেটার

লন্ডন: বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করার ক্ষেত্রে উইজডেন ক্রিকেটার্স প্রতিষ্ঠানটি ভঙ্গ করেছে তাদের চিরাচরিত নিয়ম। আগে পাঁচজন ক্রিকেটারের নাম ঘোষণা করলেও ২০১১ সালের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন চারজন।

কারণ বাদ গেছেন তিন পাকিস্তানি ক্রিকেটার।

এ বিষয়ে উইজডেনের সম্পাদক শিল্ড বেরি জানান, “স্পট ফিক্সিংয়ের জন্য এমনটা হয়েছে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ইচ্ছাকৃত ‘নো’ বল করার দায়ে মোহাম্মদ আমের, সালমান বাট ও মোহাম্মদ আসিফকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শেরি বলেন,“আমি বলবো না তিনজনের মধ্যে কে নির্বাচিত হয়েছিলো। কারণ ক্রিকেটের স্বচ্ছতা ধরে রাখার স্বার্থে সেটা বলা ঠিক হবে না। ”

এবছর উইজডেন ক্রিকেটার্সের বর্ষসেরার তালিকায় রয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, ইংল্যান্ডের ইয়ন মর্গান, ক্রিস রেড ও জোনাথন ট্রট।

১৯২৬ সালে প্রকাশিত হওয়ার পর থেকে উইজডেন ক্রিকেটার্সের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেতেন পাঁচজন ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।