ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট

ঢাকা: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের টিকিট বৃহস্পতিবার থেকে গ্রামীণফোন সেন্টারে  পাওয়া যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা এবং ঢাকা শহরের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

এসএমএস এর মাধ্যমে টিকিট কেনা যাবে।

পূর্ব স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০ টাকা, দক্ষিণ ও উত্তর স্ট্যান্ডের জন্য ১০০ টাকা, মোস্তাক স্ট্যান্ড (ক্লাব হাউজ উত্তর) ও জুয়েল স্ট্যান্ড (ক্লাব হাউজ দক্ষিণ) এর টিকিট বিক্রি হবে ৩০০ টাকা করে।

এছাড়া আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ ও আন্তর্জাতিক গ্যালারি উত্তরের জন্য ৫০০ টাকা করে এবং গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ১০০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে তিনিটি একদিনের ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। ৯, ১১ ও ১৩ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে খেলাগুলো।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।