ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রিয়ালের জয়, হার ইন্টারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
রিয়ালের জয়, হার ইন্টারের

মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও জার্মানির শালকে জিরো ফোর। মঙ্গলবার লিগের প্রথম পর্বে এমানুয়েল আদেবায়োরের জোড়া গোলে রিয়াল ৪-০ তে ইংলিশ ক্লাব টেটেনহাম হটস্পারকে ও ইদুয়ার্দোর দুই গোলে শালকে ৫-২ ব্যবধানে হারায় চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে।



সান্টিয়াগো বার্নাব্যুতে পাঁচ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মেজুত ওজিলের বাড়িয়ে দেওয়া বলে নিশানাভেদ করেন ফরোয়ার্ড এমানুয়েল আদেবায়োর। দশ মিনিট পরই দশজনের দলে পরিণত হয় টটেনহাম। দ্বিতীয় হুলদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রাউচ। এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

৫৭ মিনিটে প্রতিপক্ষের জালে দ্বিতীয়বার বল পাঠান আদেবায়োর। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। রেফারির শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেন ঠোকেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রিয়ালের গোলউৎসবের দিনে সাফল্যের জন্য মাথা খুটে মরেছে চ্যাম্পিয়ন ইন্টার মিলান। নিজেদের মাঠে প্রথমার্ধের এক মিনিটে শালকের জালে বল জড়িয়ে দেন দেজান স্তানকোভিচ। ১৭ মিনিটে সমতায় ফেরে শালকে। ৩৪ মিনিটে দিয়োগো মিলিতোর গোলে আবারও এগিয়ে ইন্টার। ছয় মিনিট পরই গোল শোধ দেয় সফরকারীরা। গোল করেন ব্রাজিলের স্টাইকার ইদুয়ার্দো। ২-২ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় উভয় দল।

৫৩ মিনিটে জালে বল জড়ান রাউল গঞ্জালেস। চার মিনিট পর ইন্টারের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় শালকে। ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডিফেন্ডার আন্দ্রে রানোকশিয়া। একের পর এক গোল হজম করে চুপসে যায় লিওনার্দোর দল। শেষপর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি স্বাগতিকরা। এ অবস্থায় ৭৫ মিনিটে শেষবারের মতো ইন্টারের জালে বল পাঠান ইদুয়ার্দো।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।