ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফুটবল ম্যাচে বোমা হামলায় পাঁচজন নিহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
ফুটবল ম্যাচে বোমা হামলায় পাঁচজন নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ‍একটি ফুটবল ম্যাচে বোমা হামলায় পাঁচজন ফুটবলার নিহত এবং এগারো জন ফুটবলার আহত হয়েছে বলে জানা গেছে। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।



পেশোয়ারে গত বছরের শেষের দিকে তালেবান বোমা হামলায় আর্মি পাবলিক স্কুলের শিশুসহ ১৪৯ জন নিহত হন। এ বছরের শুরুতেও পেশোয়ারে আবারো বোমা হামলার ঘটনা ঘটলো।

পাকিস্তানের সংবাদমাধ্যম গুলো প্রকাশ করেছে, কালিয়ার খাজা বাজারের পাশে একটি ফুটবল খেলা চলাকালীন সময়ে পুঁতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটে। এ খবরটি নিশ্চিত করেছে ম্যাচের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

ম্যাচ পরিচালনায় থাকা কর্তৃপক্ষ জানায়, সময় নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে নাজিম আলী, ওয়াসিম এবং সরফরাজ আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরো দু’জন মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।