ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

শচীনকে ‘ভারতরত্ন’ উপাধি দেওয়ার সুপারিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

মুম্বাই: ২৮ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে ভারত। এজন্য বিজয়ী দলের সদস্য শচীন টেন্ডুলকারকে ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করার সুপারিশ করেছে দেশটির মহারাষ্ট্র প্রদেশের অ্যাসেম্বলি।



মঙ্গলবার জয়ী দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীসহ প্রত্যেক পার্টি ভারতীয় ব্যাটিং জিনিয়াসকে ‘ভারতরত্ন’ উপাধি দিতে সমর্থন দেয়।

মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান বলেন,“খেলাধুলায় শচীনের অবদানের জন্য তাকে ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করার সুপারিশ করেছি আমরা। ”

এসময় প্রদেশের দুই কীর্তি সন্তান শচীন ও জহির খানকে নগদ এক কোটি রূপি দেওয়ার কথাও ঘোষণা করেন চৌহান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।