ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

হ্যাটট্রিক হিরো যুবরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হ্যাটট্রিক হিরো যুবরাজ যুবরাজ সিং

ঢাকা: এবারের ভারতীয় বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছেন ২০১১ সালে বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। দেশের জার্সি গায়ে অনেকটা অনুপস্থিত বাঁহাতি এ ব্যাটিং তারকা।



বিশ্বকাপের আসন্ন আসর থেকে ছিটকে পড়েছেন না বলে বলা ভালো বাদ পড়েছেন যুবরাজ। তাই সমালোচনার ঝড় উঠেছিল যুবরাজের ব্যাটিং নিয়ে। এবার তিনি সমালোচনার জবাব দিলেন ব্যাট দিয়েই।

চলমান রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলে সেঞ্চুরির হ্যাটট্রিক পূর্ণ করলেন যুবরাজ।

যুবরাজ ৩০ সদস্যের বিশ্বকাপ দলে নেই, নেই আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পরের আসরে। এছাড়া বাদ পড়েছেন বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা থেকে। কিন্তু তারপরও থেমে যাননি যুবরাজ। ভেঙে পড়েননি ক্যান্সার থেকে নতুনভাবে ফিরে আসা পাঞ্জাবের এ তারকা ব্যাটসম্যান।

রঞ্জি ট্রফিতে এর আগে মৌসুমের প্রথম ম্যাচে হরিয়ানার বিপক্ষে শতক হাঁকিয়েছেন। পরের ম্যাচে মহারাষ্ট্রের বিপক্ষেও শতক হাঁকান যুবরাজ। আর তৃতীয় ম্যাচে মাঠে নেমে রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষেও তুলে নেন সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।